Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ১৫:৫৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৬:০৪

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি পাছগাছী এলাকায় ফোর জে রেল সেতু কয়েক দিনের বৃষ্টির পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হওয়ায কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল সেতুর নিচে ইটের তৈরি পিলার ধসে যাওয়ায় ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর ফলে কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা যাতায়াতকারী কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে পাবর্তীপুর যাতায়াতকারী একটি লোকাল ট্রেন ও কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেলস্টেশন পর্যন্ত যাতাযাত করা একটি শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে শনিবারও (১৪ অক্টোবর) প্রায় শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ী ভিত্তিতে সেতুটি মেরামতের কাজ করছে রেল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাত থেকেই এখানে কাজ চলছে।

তিস্তা পথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, গতরাত থেকে মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

রেল কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কাজ শেষ না হওয়া পর্যন্ত লালমিনরহাট থেকে যাতায়াত করবে। কুড়িগ্রামের যাত্রীদের লালমনিরহাট, তিস্তা অথবা কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে।

সারাবাংলা/এমও

কুড়িগ্রাম টপ নিউজ রেল যোগাযোগ রেল যোগাযোগ বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর