Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত হাতিটি নারী, ময়নাতদন্ত শেষে মাটিচাপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৩ ০৯:১২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ০৯:২৬

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে মৃত বুনো হাতিটি নারী। বন বিভাগ ধারণা করছে, এর বয়স ৩০ বছরের বেশি হবে। মরদেহে কোনো ধরনের আঘাত না থাকায় স্ট্রোক করে হাতিটির মৃত্যু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মতিপাড়া কাঁঠালতলী এলাকায় বুনো হাতিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীরা। তারা খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ। ময়নাতদন্ত শেষে হাতিটির মরদেহ মাটিচাপাও দিয়েছে।

বিজ্ঞাপন

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সকাল (বৃহস্পতিবার) ৮টার দিকে হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয় জনপ্রতনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আমরা সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। হাতিটির বয়স ৩০ বছরের বেশি হবে এবং এটি একটি নারী হাতি।’

আরও পড়ুন- কাপ্তাইয়ে বুনো হাতির মৃত্যু

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘ভেটেনিনারি সার্জনদের দিয়ে ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হক হাজারী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা হাতির গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখতে পাইনি। ময়নাতদন্তের সময় আমাদের সঙ্গে রাঙ্গুনিয়া ও ইকো-পার্কের ভেটেরিনারি সার্জনরা ছিলেন। আমাদের মনে হয়েছে, হাতিটি স্ট্রোক করে থাকতে পারে।’

প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা হাতিটির শরীরের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করে রেখেছি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। প্রতিবেদন পেতে দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে।’
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, বুনো হাতির মৃত্যুর ঘটনায় চন্দ্রঘোনা থানায় জিডি করা হয়েছে। প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হাতির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ২০১৫ সালে রাঙ্গামাটির সদর ও কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী জীবতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি বুনো হাতির মৃত্যু হয়েছিল। গত আট বছরে রাঙ্গামাটিতে আর কোনো বুনো হাতির মরদেহ পাওয়া যায়নি।

সারাবাংলা/টিআর

টপ নিউজ বন্য হাতি মৃত্যু রাঙামাটি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর