নিভেছে ‘এসএ পরিবহনে’র ভবনে লাগা আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ১২:৫১
৯ অক্টোবর ২০২৩ ১২:৫১
ঢাকা: কাকরাইলে ‘এস এ পরিবহন’ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়েছি। এরপর প্রথমে সেখান ৪টি ইউনিট পাঠানো হয়। এরপর আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ জানা যায়নি বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও