Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে জঙ্গিরা আর ঘাঁটি করতে পারবে না: এটিইউ প্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৩ ১৯:০৫

রংপুর: পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজি এসএম রুহুল আমিন বলেছেন, জঙ্গিরা বাংলাদেশের মাটিতে আর ঘাঁটি করতে পারবে না। জঙ্গিবাদ নির্মূলে আমরা সবাই মিলে একসঙ্গে সমন্বয় করে কাজ করছি।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে, তিনি সেখানে ‘উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ।

বিজ্ঞাপন

জঙ্গিরা সবসময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় উল্লেখ করে এসএম রুহুল আমিন বলেন, ‘নির্বাচনের সঙ্গে খুব একটা জঙ্গিবাদের সম্পর্ক আছে বলা যাবে না। তবে নির্বাচন নিয়ে যেহেতু আমাদের মাঝে অস্থিরতা রয়েছে এ কারণে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মতবিরোধের সুযোগ জঙ্গিরা নিতে পারে। এজন্য আমরা সতর্ক রয়েছি।’

তিনি আরও বলেন, ‘উগ্রবাদ, জঙ্গিবাদ বিস্তারের যে পটভূমি রয়েছে সেই আলোকে উত্তরাঞ্চলে জঙ্গিবাদের প্রভাব বেশি। তবে দারিদ্র্যের সঙ্গে জঙ্গিবাদের একটা সম্পর্ক রয়েছে। কেননা একসময় উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগে দরিদ্রতা ছিল, আর্থিক অবস্থা ভালো ছিল না, সেই সুযোগটা নিয়ে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে। তবে শুধু রংপুরসহ উত্তরাঞ্চলেই নয়, বর্তমানে সারাদেশেই উগ্রবাদ ও জঙ্গিবাদ রয়েছে। বিশেষ করে দেশের রাজধানী ঢাকার নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে।’

এটিইউ প্রধান বলেন, ‘বর্তমানে ভার্চুয়াল জগতে জঙ্গিরা খুব অ্যাকটিভ আছে। সেখানে আমরা সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করছি এবং মনিটরিং করছি। তবে জনসাধারণের সহযোগিতা ছাড়া জঙ্গিবাদ দমন এবং নির্মূল করা সম্ভব না। এজন্যই জনসাধারণের সঙ্গে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারসহ অন্যান্য কার্যক্রম হাতে নিয়েছি।’

বিজ্ঞাপন

এ সময় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানসহ মহানগর ও জেলা পুলিশেএ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

এটিইউ প্রধান ঘাঁটি জঙ্গি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর