Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে খুলনায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৩ ১৬:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী ডেঙ্গুতে মারা গেছেন। তারা হলেন- যশোরের কেশবপুরের বুড়িহাটি গ্রামের শাহাজাহান (৪০), নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের আরিফা (৩৫) ও বাগেরহাটের লিলি (২৭)।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ২ হাজার ২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ জন।

বর্তমানে হাসপাতালে ২০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো