ময়মনসিংহে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৩ ১৬:১১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১৬:১৯
৬ অক্টোবর ২০২৩ ১৬:১১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১৬:১৯
ময়মনসিংহ: গফরগাঁওয়ের পাগলা থানার লংগাইর ইউনিয়নের সতেরোবাড়ি গ্রামে পুকুরের পানি নিষ্কাশনের সময় বজ্রপাতে চাচা-ভাতিজা’র মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সোহেল মন্ডল (৪০) ও তার ভাতিজা রাজিব মন্ডল (৩৫)।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃষ্টির পানিতে বাড়ির পাশে পুকুরের মাছ ভেসে চলে যাচ্ছিল। তা দেখে সোহেল মন্ডল ও রাজিব মন্ডল পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে সোহেল ও রাজিব গুরুতর আহত হন।’
পরে পরিবারের স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে, বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
সারাবাংলা/এমও