Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ২১:৫১

খুলনা: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় এলাকার তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রি। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় মোটরসাইকেলে করে এসে ১০/১২ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় ইমন শেখ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

খুলনা গুলি টপ নিউজ যুবক নিহত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর