Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে চীনা সাবমেরিন আটকে ৫৫ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর ২০২৩ ১৯:৩৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ১৯:৪৩

আমেরিকান এবং ব্রিটিশ জাহাজের জন্য পাতা ফাঁদে আটকে চীনের একটি পারমাণবিক চালিত সাবমেরিনে বিপর্যয়ের কবলে পড়ে ৫৫ চীনা নৌসেনার মৃত্যু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস ফাঁস হওয়া যুক্তরাজ্যের গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাটি ঘটে পিত সাগরে। তবে সাবমেরিন ডোবার ঘটনা অস্বীকার করেছে চীন।

তবে ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নৌবাহিনীর সাবমেরিনটিকে ০৯৩-৪১৭ হিসেবে চিহ্নিত করেছে। ২১ আগস্ট সাবমেরিনের ভেতরে বিষক্রিয়া মারা গেছেন নৌসেনারা। নিহতদের মধ্যে ক্যাপ্টেন ও ২১ জন কর্মকর্তা রয়েছেন।

সাংহাইয়ের উত্তরে শানডং প্রদেশের কাছে সাগরের তলদেশে নিজেদের বাহিনীর তৈরি করা প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে সাবমেরিনটি। পরে সেটির অক্সিজেন ফুরিয়ে যায়।

ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের ধারণা সাবমেরিনে সিস্টেমের ত্রুটির কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/ইআ

চীনা সেনা টপ নিউজ সাবমেরিন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর