Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্জেন্টকে মারধরের মামলায় মা-মেয়ের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৩ ২১:৩৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৩ ২১:৩৪

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় পুলিশ সার্জেন্টকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দিলারা আক্তার ও তার মেয়ে তাসফিয়া ইসলাম।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক এশারত আলী এই তথ্য জানান।

জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর অবৈধ গাড়ি পার্কিংয়ের জন্য গাড়ির মালিক দিলারা খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সার্জেন্ট হালিমা খাতুন। এরপর পুলিশ বক্সে গিয়ে দিলারা ও তার মেয়ে তাসফিয়া সার্জেন্ট হালিমাকে কিল, ঘুসি ও থাপ্পড় মারতে শুরু করেন এবং হুমকি দেন। এই ঘটনায় ২৭ সেপ্টেম্বর ওই সার্জেন্ট মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

পুলিশ মা-মেয়ে সার্জেন্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর