‘সমাবেশের নামে জনদুর্ভোগ হলে পুলিশ বসে থাকবে না’
২ অক্টোবর ২০২৩ ১৮:০১ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৮:০৩
ঢাকা: বিএনপি অনুমতি ছাড়া রাজনৈতিক কর্মসূচীকে কেন্দ্র করে যদি বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২ অক্টোবর) সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে রাজধানীর পল্টনে কৃষক সমাবেশ করছে বিএনপি। সেই পরিপ্রেক্ষিতে আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘তারা (বিএনপি) অনেক কিছুই করেন যা আইন সম্মত নয়। এবার বলছেন, তারা কোনো কর্মসূচীর জন্য অনুমতি নেবেন না। কৃষক দল পল্টনে সমাবেশ করছে। তারা পুলিশের অনুমতি নেয়নি। আমরা তাদের বলছি আইন মেনে চলতে। না মানলে জনদুর্ভোগ বাড়বে, আর জনদুর্ভোগ কমাতে যা করার দরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা’ই করবে।’
বিএনপি পুরোদমে আন্দোলনের মাঠে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের অবস্থান সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আমরা জনগণের প্রতিশ্রুতি নিয়ে কাজ করি। ২০১৪ সালে যে অগ্নিসংযোগ বিএনপি করেছে। যানবাহন পুড়িয়েছে, ভাংচুর করেছে সহিংসতা করেছে তা দেশের জনগণ ভোলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিট খুলে চিকিৎসা সেবা দিয়েছে। তারা যদি আবার করতে চায় তাহলে জনগণ ছাড়বে না।’
সারাবাংলা/জেআর/এনএস