জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগ শুরু ৪ অক্টোবর
সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ১৮:৪২
১ অক্টোবর ২০২৩ ১৮:৪২
ঢাকা: সরকারের উদ্যোগে ঢাকা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। ৫ম-৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজম্যান্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে আগামী ৪ অক্টোবর এ টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। এছাড়া রাজধানীর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সারাবাংলা/এসবি/এমও