Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়ার কূল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতার চার জন হলেন- হাসান মাহমুদ রুবেল (৩৪), জাফরুল মনির (২৪), কাইয়ুম মাহমুদ(২০) এবং তৌহিদুল আলম তারেক (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলায়মান সারাবাংলাকে জানান, বোয়ালিয়ার কূল গ্রামে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা জাহিদের বাড়িতে গত (শুক্রবার) রাতে অভিযান চালানো হয়। ওই সময় তার বাড়ির অদূরে পাকা রাস্তার ওপর থেকে চার জনকে গ্রেফতার করা হয়। তবে জাহিদ এখনও পলাতক আছেন।

এ সময় জাহিদের বাড়িতে ও পলাতক চারজনের হেফাজত থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। সেগুলো চট্টগ্রামের বিভিন্নস্থান থেকে চুরি করে চোর চক্রের সদস্যরা নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পরিদর্শক মোহাম্মদ সোলায়মান।

সারাবাংলা/আরডি/পিটিএম

গ্রেফতার মোটরসাইকেল চোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর