Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুচ্ছভর্তিতে সর্বোচ্চ আসন ফাঁকা ইবিতে

ইবি করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০১:০০

ইবি করেসপন্ডেন্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। বিশ্ববিদ্যালয়টির ফাঁকা আসনের সংখ্যা ২৪১টি। ফাঁকা আসনের দিক দিয়ে দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২১৫টি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯০টি)। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী— গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২২০টি আসন ফাঁকা রয়েছে। আসনগুলো পূরণে শিগগিরই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে ১৬৭টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮৭টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৭টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬৩টি ফাঁকা রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৯৭টি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫৪টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১২৯টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫৭টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩৩টি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩৪টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩৭টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১টি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ১৩, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৭৩, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ১৫টি আসন ফাঁকা রয়েছে।

এদিকে গুচ্ছের ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট মাইগ্রেশন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর নতুন করে স্টুডেন্ট প্যানেলে ভর্তিচ্ছুদের তথ্য নিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা হবে। গতকাল বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, আগামী শনিবারের মধ্যে সাবজেক্ট মাইগ্রেশন শেষ করা হবে। এরপর অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তাদের স্টুডেন্ট প্যানালে লগ-ইন করে ‘ইয়েস’ অপশনে টিক দিতে হবে।

ইয়েস অপশনে টিক দেওয়া শিক্ষার্থীদের মেধাক্রম, পছন্দক্রম অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট সিলেক্ট করে দেওয়া হবে। পরবর্তীতে শিক্ষার্থীরা ওই বিষয়ে ভর্তি হবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে এই প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘খালি সিটগুলো কীভাবে পূরণ হবে, সে বিষয়ে টেকনিক্যাল কমিটি প্রস্তাবনা দেবে।’

গত ২২ আগস্ট গুচ্ছের শেষ ধাপের ভর্তি নেওয়া হয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার চার ধাপে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে অধিক সংখ্যক আসন ফাঁকা থাকায় ফের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো