Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকের স্বাক্ষর জালের অভিযোগে ২ পুলিশের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৭

ঢাকা: বিচারকের স্বাক্ষর জাল করে মিথ্যা সার্টিফিকেট দিয়ে মোটরযান ফেরত দেওয়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১০ এর বেঞ্চ সহকারি ইমরান হোসেন ২৫ সেপ্টেম্বর কোতয়ালী থানায় মামলাটি করেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মোটরযান শাখার ইনচার্জ সাব-ইন্সপেক্টর ফুয়াদ উদ্দিন এবং কনস্টেবল আবু মুছা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দার আদালত মামলাটির এজাহার গ্রহণ করে কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামকে তদন্ত করে আগামী ২৬ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী ১০ নং আদালতের পাশাপাশি মোটরযান সম্পর্কিত মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। গত ২৪ সেপ্টেম্বর আড়াইটার দিকে মোটরযান শাখার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই ফুয়াদ উদ্দিন অন্যান্য নথির সাথে নন এফআইআর দুটি মামলা বিচারকের কাছে উপস্থাপন করেন। কিন্তু আসামি না থাকায় বিচারক কোনো পদক্ষেপ নিতে পারেনি।

পরবর্তীতে বিচারক জানতে পারেন, মামলা দুটির জব্দকৃত আলামত মোটরযান শাখার ইনচার্জ ফুয়াদ উদ্দিন ও জিআরও আবু মুছা তাদের অন্যান্য সহযোগিদের যোগসাজসে বিচারকের স্বাক্ষর জাল করে পরোয়ানা ফেরত কাগজে ম্যাজিস্ট্রেট স্যারের স্বাক্ষরের জায়গায় নিজেরা স্বাক্ষর করে আসামিদের দিয়ে দেয়। যার ফটোকপি নথিতে সংযুক্ত করেন। তাছাড়া অত্র মামলার নথিতে বিচারকের কোনো স্বাক্ষর নাই এবং কোনো জরিমানা করেন নাই। বিচারক ইতিমধ্যে অবগত হয়েছেন, মোটরযান শাখার ইনচার্জ এসআই ফুয়াদ উদ্দিন ও জিআরও আবু মুছা তাদের অন্যান্য সহযোগীদের যোগসাজসে দীর্ঘ দিন ধরে বিচারকের স্বাক্ষর জাল করে একই ধরনের অপরাধ করে আসছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনইউ

জাল টপ নিউজ পুলিশ বিচারক স্বাক্ষর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর