মার্কিন ভিসা নীতিতে বিচলিত নন বিদায়ী প্রধান বিচারপতি
২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৬
ঢাকা: বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে যারা আমাদের ভয় দেখিয়েছিল এবং যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন বিরোধিতা করছে। তাই এই ভিসানীতি নিয়ে বিচলিত নই। আমি ব্যক্তিগতভাবে কখনও আমেরিকা যাইনি। আগামীতেও যাব না।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবস পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিদায়ী প্রধান বিচারপতি বলেন, ‘আমি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গিয়েছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি।’
এ সময় মেডিয়েশনের মাধ্যমে মামলাজট কমাতে সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টার স্থাপনসহ উনার সময়ে সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ কাজগুলোর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিচারপ্রার্থীদের সুবিধার জন্য আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ স্থাপনের সব কাজ শেষ করে যেতে পারলে আরও ভালো লাগতো। রেকর্ড ভবনের কাজ শেষ করতে পারলে ভালো লাগতো। চার তলা মসজিদ ভবনের নির্মাণ কাজ শেষ করে যেতে পারলে ভালো লাগতো। সবকিছু তো হয় না। আমার সময় ছিল এক বছর আট মাস। এ সময়ে ২৪টি জেলা সফর করেছি। মামলার জট নিরসনে বিচারকদের উৎসাহিত করেছি এবং নির্দেশনা দিয়েছি।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নবনিযুক্ত প্রধান বিচারপতি একজন ডায়নামিক ব্যক্তিত্ব। আশা করি তিনি বিচার বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।’
এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম