Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটন ডিসির উদ্দেশে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক ত্যাগ

সারাবাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:১২

নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী তার আবাসস্থল দ্য লোটে নিউইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।

সফর শেষ করে প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য. প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

ওয়াশিংটন নিউইয়র্ক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর