Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে ট্রেনে কাটা পড়ল ৩ পথশিশু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০

ফাইল ছবি: মহাখালী রেলগেইট

ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পরে তিন পথশিশু নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছরের মধ্যে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই তিন শিশু নিহত হয়।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, ‘সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছের রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় তিন শিশু।’

এসআই আরো জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তিন শিশুর নাম পরিচয় জানা যায়নি। তাদের মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ ট্রেনে কাটা নিহত পথশিশু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর