Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আকিকুর রহমান

সারাবাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২২

ঢাকা: সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় মো. আকিকুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০৭ তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

মো. আকিকুর রহমান ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সোনারপাড়া, নবারুনের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. আজিজুর রহমান এবং মাতা মরহুমা নজিবুন্নেছা।

দেশের অন্যতম সফল ব্যবসায়ী মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত আছেন। তিনি আর এ আর হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও গাজীপুরের ইন্টারন্যাশানাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন।

মো. আকিকুর রহমান যুক্তরাজ্যের আর এ আর ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া যুক্তরাজ্যের ডর্কিং মুসলিম কমিউনিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/একে

আকিকুর রহমান ভাইস চেয়ারম্যান সাউথইস্ট ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর