Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা পোল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪২

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি, ছবি: বিবিসি

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র পোল্যান্ড। শস্য নিয়ে কূটনৈতিক বিরোধের জেরে এই ঘোষণা দিল ইউরোপের এই দেশটি। খবর বিবিসি।

দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, এর পরিবর্তে আরও আধুনিক অস্ত্র দিয়ে নিজেকে সজ্জিত করার দিকে মনোনিবেশ করবে তার দেশ। শস্য আমদানি-রফতানি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে এই পদক্ষেপ নিল পোল্যান্ড।

বিজ্ঞাপন

এদিকে গত মঙ্গলবার জাতিসংঘে দেওয়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির করা মন্তব্যের জন্য ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ড। জেলেনস্কি তার ভাষণে বলেন, কিছু দেশ ইউক্রেনকে সমর্থনের ভান করেছে। তার এই বক্তব্যকে ‘অযৌক্তিক’ অভিহিত করে নিন্দা জানিয়েছে ওয়ারশ। বলছে, পোল্যান্ড যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) এক টেলিভিশন ভাষণে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত ঘোষণা দেন। শস্য আমদানি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একদিন পর এই ঘোষণা দিলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আর ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছি না, কারণ আমরা এখন পোল্যান্ডকে আরও আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করছি।’

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের প্রধান লেন বন্ধ হয়ে যায়। এ কারণে স্থলপথে বিকল্প রুট খুঁজতে বাধ্য হয় ইউক্রেন। এর ফলে মধ্য ইউরোপে প্রচুর পরিমাণে শস্য ঢুকতে থাকে।

এ পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের রক্ষার্থে ইউরোপীয় ইউনিয়ন সাময়িকভাবে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়ায় শস্য আমদানি নিষিদ্ধ করে। ইউক্রেনীয় শস্য স্থানীয়ভাবে দাম কমিয়ে দিচ্ছে এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

গত ১৫ সেপ্টেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় এবং নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং পোল্যান্ড তা না মেনে নিজেরাই নিষেধাজ্ঞার আরোপের সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধানের জন্য সদস্য তিন দেশের সমালোচনা করেছে ইইউ। সংস্থাটি বলেছে, ইইউ’র মেনে চলা বাণিজ্য নীতির বাইরে সদস্য দেশগুলো আলাদা কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।

সারাবাংলা/এনএস

ইউক্রেন পোল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর