Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ড সুবিধার অপব্যবহার, কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৫

চট্টগ্রাম ব্যুরো: নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পোশাক কারখানার এক কোটি ১০ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টার তথ্য উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, নাজমুল হোসিয়ারি প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি শুল্কবিহীন (বন্ড) সুবিধায় ১২ হাজার ২৮০ মার্কিন ডলারের পলি নিটেড ফেব্রিক্স আমদানির অনুমতি নিয়েছিল। উরুগুয়ের একটি প্রতিষ্ঠানের কাছে লেডিস শার্ট রফতানি আদেশের দলিল দেখিয়ে এ সুবিধা নিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এর পরিবর্তে প্রতিষ্ঠানটি ২৮ মেট্রিক টন শুল্কায়নযোগ্য ওভেন সুইটিং অ্যান্ড পেন্টিং ফেব্রিক্স নিয়ে আসে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. সাইফুল হক সারাবাংলাকে জানান, নাজমুল হোসিয়ারির পণ্য নিয়ে আসা কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে খালাসের জন্য গত ১০ সেপ্টেম্বর বিল অব এন্ট্রি দাখিল করে নগরীর হালিশহরের আহসান এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা সেটি খালাস স্থগিত করে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কনটেইনার খুলে কায়িক পরীক্ষায় সেখানে ঘোষণা বর্হিভূত পণ্য পাওয়া যায়। এর শুল্ক প্রায় এক কোটি দশ লাখ টাকা, যা প্রতিষ্ঠানটি ফাঁকি দেয়ার চেষ্টা করেছিল।

এ ঘটনায় নাজমুল হোসিয়ারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তা সাইফুল হক।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ বন্ড সুবিধা শুল্ক ফাঁকি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর