নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় একটি কম্পোজিট নীট লিমিটেড নামের ডাইং কারখানার জেনারেটর রুমে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন- ফতুল্লার ভোলাইল গোদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মো. মিলন ও নরসিংপুর এলাকার হারুন মিয়ার ছেলে হায়দার আলী। তারা কারখানার ইলেক্ট্রনিক বিভাগের শ্রমিক।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিসিক ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ দুইজনকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয় হয়। পরে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনে জেনারেটর রূমে বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ধারণা করা হচ্ছে গ্যাসের লিকেজ থেকে জেনারেটর বিস্ফোরণ হয়েছে। ঘটনাটির তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/এনইউ