রংপুরের শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:২০
রংপুর: ন্যায্য মজুরি না দেয়া ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক ফারুকুল ইসলাম মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শ্রম আদালতে মামলাটি করেন। মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী শামিম আল মামুন মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. ইউনূস ছাড়া মামলার বাকি আসামিরা হলেন— গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা এবং বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজান।
আইনজীবী বলেন, মজুরি, গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ ফারুকুল ইসলামের পাওনা ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা না পাওয়া ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে।
আরও পড়ুন- ড. ইউনূসের বিরুদ্ধে একদিনে আরও ১৮ মামলা
পাওনা টাকা পরিশোধ না করেই ড. ইউনূস এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে ফারুকুল ইসলামকে অবসর নিতে বাধ্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে এজাহারে।
ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে বেশকিছু মামলা বিচারাধীন। এর মধ্যে গত ২৯ আগস্ট একদিনেই ১৮টি মামলা হয় তার নামে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশ পাওনা পরিশোধ না করার অভিযোগে এসব মামলা চলছে।
এদিকে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান এসব বিচার কার্যক্রম স্থগিত চেয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিভিন্ন দেশের ১৬০ জনেরও বেশি ব্যক্তিত্ব। তারা ড. ইউনূসকে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ড. ইউনূসকে কোনোভাবেই হয়রানি করা হচ্ছে না। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে।
ওই খোলা চিঠির পর দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠন ড. ইউনূসের পক্ষে-বিপক্ষে বিবৃতি দিয়েছেন। তাদের একাংশ ড. ইউনূসকে বিচারের নামে হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে বিচারিক কার্যক্রম স্থগিত করার দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। আরেকাংশ বলছে, বিচারিক প্রক্রিয়া স্থগিতের দাবি জানানো দেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের সামিল।
আরও পড়ুন-
- ড. ইউনূসের জন্য এবার ফখরুলের বিবৃতি
- ড. ইউনূসের পক্ষে বিবৃতির প্রতিবাদ ২০১ কৃষিবিদের
- ইউনূসের আবেদন খারিজ, শ্রম আদালতে মামলা চলবে
- ড. ইউনূসকে ‘হয়রানি’ না করতে ৩০১ আইনজীবীর আহ্বান
- ড. ইউনূসের বাড়িতে পুলিশ, ‘কৌতূহলবশত’ বললেন এসপি
- বিবৃতি না দিয়ে বিশেষজ্ঞ পাঠাক— ড. ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রী
- ড. ইউনূসকে সম্মান করি, সরকার হয়রানি করছে না: পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা/টিআর
ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস রংপুর রংপুরে মামলা শ্রম আদালতে মামলা