Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিজের পাত খুলে নদীতে, চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১১

গাজীপুর: জেলার শ্রীপুরে একটি বেইলি ব্রিজ দিয়ে বালিভর্তি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি লোহার পাত খুলে নদীতে পড়ে গেছে। এতে ওই ব্রিজ দিয়ে চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট এলাকার জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কে মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কাওরাইদের দিক থেকে ছেড়ে আসা বালি বোঝাই ট্রাকটি ব্রিজে উঠতেই বিকট শব্দে লোহার একটি পাত খুলে নদীতে পড়ে যায়। এ সময় অন্তত আরও পাঁচটি পাত ব্রিজের বিভিন্ন স্থান থেকে সরে যায়। এ ব্রিজ দিয়ে নদীর দুই পাড়ের অন্তত ২০ গ্রামের মানুষ চলাচল করে।

বিজ্ঞাপন

এদিকে, লোহার পাত খুলে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এই পথে চলাচলকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। পাত খুলে পড়ায় এখন কয়েক কিলোমিটার পথ ঘুরে মানুষকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল আহসান বলেন, ‘দুপুরে সেতুর কয়েকটি পাত খুলে পড়ার সংবাদ পেয়েছি। দ্রুত মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছি।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো