Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩১

বগুড়া: শিবগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মেনকা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধাওয়াগী মিল্কিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী মিলন মিয়া গা ঢাকা দিয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

জানা গেছে, ৫ বছর আগে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের পলাশী গ্রামের মেনকা বেগমের সঙ্গে মিলনের বিয়ে হয়। তাদের ঘরে মরিয়ম নামের ২ বছরের মেয়ে রয়েছে। মিলন মিয়া ধাওয়াগী মিল্কিপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

কিন্তু প্রথম স্ত্রী মেনকা থাকা স্বত্বেও মিলন মিয়া পরকিয়া করে পাশের বাড়ির মর্জিনাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ার কারণেই তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালেও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে মেনকাকে বেধরক মারপিট করে তার অবস্থা আশঙ্কাজনক দেখে পালিয়ে যান মিলন। দুপুরে স্থানীয়রা মেনেরাকে ডাকাডাকি করলে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে বিছানায় তার নিথর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

সারাবাংলা/এমও

পলাতক পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর