বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ জন
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৪
বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫ জন। একই সময়ে ৪৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ১ হাজার ২৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার পিয়ারা (৭০) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়া এলাকার মমতাজ (৬০) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা এলাকার তারেকুল ইসলাম (৬৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৮৪, পটুয়াখালীতে ৪৫, ভোলায় ৪৯, পিরোজপুরে ৬৪, বরগুনায় ৭৫ ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছর গোটা বিভাগে ৭৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে দুই জন, বরগুনার হাসপাতালে পাঁচ জন, পটুয়াখালীতে দুই জন, পিরোজপুর হাসপাতালে সাত জন ও ভোলার হাসপাতালে আট জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।
সারাাবাংলা/জিএমএস/পিটিএম