Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তরা পেলো ৩০ কেজি করে চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৩

দিনাজপুর: ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দ দেওয়া ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলায় সিংড়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে আরও তিনটি ইউনিয়নে এসব চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে কোনো সরকার এভাবে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেনি।’

এসময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমানসহ অনেকে।

সারাবাংলা/এমও

চাল শিলাবৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর