Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি যুব ইউনিয়নের’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:২২

চট্টগ্রাম ব্যুরো: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের আশ্রয়দাতা মন্তব্য করে তার পদত্যাগের দাবি এসেছে চট্টগ্রামের এক সমাবেশ থেকে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বেকারদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা, বেকার ভাতা চালু, দ্রব্যমূল্যের দাম কমানো এবং গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য জিএম জিলানী শুভ বলেন, ‘দেশের তিন শতাংশ ধনীর বিপরীতে ৯৭ ভাগ সাধারণ মানুষ। দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূর্ণকালীন কাজের ব্যবস্থা নেই। দেশের উচ্চ শিক্ষিত যুবকদের ৪৭ শতাংশের কাজ নেই। সীমাহীন বেকারত্ব ও মূল্যস্ফীতির বেসামাল পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। বর্তমানে ক্ষমতায় যারা আছে এবং যারা শুধুমাত্র ক্ষমতায় যেতে চায় কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তির উপর ভর করে মসনদে বসতে চায়। গণতন্ত্রহীনতা আজ গ্রাস করেছে সর্বত্র।’

‘বর্তমান সরকার তথাকথিত উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়েছে। সমাজের বেশিরভাগ অংশ সেই উন্নয়নের কোনো ফল ভোগ করতে পারছে না। এত বিপুল সংখ্যক যুবকদের বেকার রেখে সরকার যে উন্নয়নের বুলি শোনায়, তা মূলত বেকার যুবকদের সঙ্গে প্রতারণার শামিল।’

যুব ইউনিয়নের নেতারা বলেন, ‘সারাদেশে বাজারে আগুন জ্বলছে। চাল, ডাল, সবজি, তেল, চিনি, পেঁয়াজ, আদা ও রসুন থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। দেশের বিপুল অংশের শ্রমজীবী মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।’

বিজ্ঞাপন

‘গোটা বাজার আজ গুটিকয়েক ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। আর এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের আশ্রয়দাতা বাণিজ্যমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’

যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রীতম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী’র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলার সহ-সভাপতি রুপন কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির ও চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক টিকলু কুমার দে।

সমাবেশের আগে একটি মিছিল নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি যুব ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর