চাকা ফেটে মোটরসাইকেলের ওপর কাভার্ডভ্যান, নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৩
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৩
টাঙ্গাইল: জেলার ধনবাড়ীতে একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে মোটরসাইকেলের উপর উঠে যাওয়ায় দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুরা থানার মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের জাহিদ হাসান। তারা বেসরকারি সংস্থা প্রশিকায় চাকরি করতেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছলে সেটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
সারাবাংলা/এমএস/পিটিএম