Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের জামানত দ্বিগুণ করে বিল পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:২২

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এজন্য ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল-২০২৩’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে পাস হয়। এর আগে, বিলের উপর আনা জনমত যাচাইবাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় সদস্যরা। তবে তাদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে স্পিকার সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন।

বিজ্ঞাপন

পাস হওয়া বিলে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত হবে ২০ হাজার টাকা। বিদ্যমান আইনে সংরক্ষিত আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। সেখানেও সংশোধনী আনা হচ্ছে। বিলে আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা বলা হয়েছে।

এছাড়া নারী আসন বণ্টন পদ্ধতিতেও সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জামানত দ্বিগুণ বিল পাস সংরক্ষিত নারী আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর