Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটি খুঁড়ে খুলিসহ হাড়গোড় উদ্ধারের ঘটনায় দম্পতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৭

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামে মাটি খুঁড়তে গিয়ে নাঈম নামে এক যুবকের হাড়গোড় উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-৫ ও র‍্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুইজন হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনা খাতুন। তারা পাঁচবিবির ধরঞ্জী গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের পরিবার জানিয়েছে, পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, গত ২২ এপ্রিল থেকে নাঈম নিখোঁজ ছিলেন। এরপর গত ৯ সেপ্টেম্বর ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রীরা নতুন টয়লেট নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে দুর্গন্ধ বের হয়। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে একটি প্যান্ট ও মাথার খুলিসহ হাড় উদ্ধার করে। এঘটনায় নাঈমের মা ১০ সেপ্টেম্বর বাড়ির মালিকসহ তিনজনের নামে মামলা করেন।

সারাবাংলা/এনইউ

উদ্ধার খুলি গ্রেফতার জয়পুরহাট দম্পতি হাড়গোড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর