সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৫
ঢাকা: রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬৫ বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন নির্মাণাধীন ক্যান্টিনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানান, সকালে খবর পেয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন নির্মাণাধীন ক্যান্টিনের সামনে থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিটি ভবঘুরে প্রকৃতির। সোহরাওয়র্দী উদ্যান এলাকায় ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে মারা গেছেন ওই ব্যক্তি। তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ