সানজিদা স্টেটমেন্ট দিয়ে ঠিক করেননি, ক্ষুব্ধ ডিএমপি কমিশনার
১২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৬
ঢাকা: এডিসি হারুনকাণ্ডের বিষয়ে তদন্ত চলাকালীন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, ‘সানজিদার সঙ্গে আমার কোনো কথা হয়নি। সানজিদা এরকম স্টেটমেন্ট দিয়ে ঠিক করেননি। কারণ পুলিশের অনুমতি ছাড়া তিনি এরকম বক্তব্য দিতে পারেন না।’
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে এডিসি হারুন এবং ইন্সপেক্টর মোস্তফা বাড়াবাড়ি করেছে; তারা আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তারপরে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কার কতোটুকু দোষ, সেই হিসাব করে বিভাগীয় ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ‘আমার স্বামীই এডিসি হারুন স্যারকে প্রথমে আঘাত করেন’
এর আগে, পুলিশের বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদ, ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতন এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুনের মধ্যকার ঘটনার সূত্রপাত যাকে কেন্দ্র করে, সেই সানজিদা আফরিন অবশেষে মুখ খোলেন। তিনি বলেন, আমার স্বামীই এডিসি হারুন স্যারকে প্রথমে আঘাত করেন।
সানজিদা রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী। তিনি ৩৩তম বিসিএসের কর্মকর্তা। ডিএমপির ক্রাইম বিভাগে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্বে রয়েছেন সানজিদা।
সেদিনের ঘটনা নিয়ে সানজিদা আফরিন চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি বেশ কয়েকদিন ধরে সিভিয়ার পেইনে (তীব্র ব্যথায়) ভুগছিলাম। সেদিন পেইনটা একটু বেশিই হচ্ছিল। তাই তখন আমার একজন ডাক্তার দরকার ছিল। যেহেতু ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল স্যারের (এডিসি হারুন) জুরিসডিকশনের (আওতায়) মধ্যে পড়ে তাই ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য আমি স্যারের হেল্প চেয়েছিলাম।’
আরও পড়ুন-
- এডিসি হারুন শাস্তি পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হারুন কাণ্ডে ছাত্রলীগের পাশে ছাত্রদল
- ছাত্রলীগের দুই নেতাকে পিটুনি, এডিসি হারুন প্রত্যাহার
- এডিসি হারুনের বিষয়ে ডিসি রিপোর্ট করলে ব্যবস্থা: কমিশনার
- দুপুরে প্রত্যাহার, বিকেলেই এপিবিএনে পদায়ন এডিসি হারুনকে
- ‘থানায় নিয়ে ছাত্রলীগের ২ নেতাকে মারধরের ঘটনায় তদন্ত হচ্ছে’
সারাবাংলা/ইউজে/একে