Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলমান সনাতন পদ্ধতির ভূমি জরিপ বাতিল হবে: মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৯

ঢাকা: সনাতন পদ্ধতির চলমান ভূমি জরিপ বাতিল হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, দেশে ডিজিটাল জরিপ ছাড়া যেসব জরিপ হচ্ছে (পুরানো পদ্ধতিতে) সমস্ত জরিপ বন্ধ করে দেওয়ার জন্য আজকে নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসাবে গণ্য হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল,২০২৩-এর উপর সংশোধনী আলোচনায় অংশ এ নিয়ে জাতীয় সংসদকে এ তথ্য জানান ভূমিমন্ত্রী।

বিজ্ঞাপন

ভূমি জরিপে দুর্নীতি নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা নানা অভিযোগ করেছিলেন। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিলের উপর সংশোধনী আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ সব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমার কাছেও সাম্প্রতিক কিছু অভিযোগ এসেছে। আমাদের উদ্দেশ্য হল বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এতে আমরা হাত দিয়েছি। পাইলটিং প্রকল্প নিয়েছি পটুয়াখালী ও বরগুনাতে।

কিছু কিছু জায়গায় জরিপ (সনাতনি জরিপ) হচ্ছে। আমার কাছে অভিযোগ এসেছে, এমনকি আমার এলাকায়ও হচ্ছে। মানুষ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। আমি আজকেই নির্দেশনা দিয়েছি দেশের ডিজিটাল জরিপ ছাড়া পুরনো স্টাইলে যেসব জরিপ হচ্ছে সমস্ত জরিপ বন্ধ করে দেওয়ার জন্য এবং ইতোমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসাবে গণ্য হবে। কারণ এত কষ্ট করছি যদি দুর্নামের ভাগী হয়ে থাকি তাহলে নিরর্থক। সুতরাং যেসব জরিপ হচ্ছে, সব বন্ধ।

তিনি বলেন, ডিজিটাল সার্ভে পর্যায়ক্রমে হবে, এগুলো আসবে। আর ইতোমধ্যে যেসমস্ত জরিপ হয়েছে সব বাতিল। এটা আমি সংসদে দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই।’

ভূমিমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য— অশান্তি কমানো, অপরাধ প্রতিরোধ করা। এ কারণে স্লোগান হচ্ছে দলিল যার, জমিন তার। শক্তি যার জমি তার— এটা রোধ করার জন্য এ আইনটা। তাই এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

বিজ্ঞাপন

এর আগে রোববার অপর একটি আইন পাসের সময় ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলোচনা হয়। ওইদিন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ভূমি জরিপ পুরানো নিয়মে চলছে। জরিপ মানুষকে ফকির বানিয়ে দেয়। যেখানে জরিপ, সেখানেই মানুষ হচ্ছে গরিব। সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে নয়ছয় করে, কাগজ নাই, এটা নাই ওইটা নাই বলে টাকা নেয়। জরিপকারীরা প্রবাসীদের পরিবারের ওপর জুলুম বেশি করে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

জরিপ টপ নিউজ পদ্ধতি বাতিল ভূমি সনাতন