Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতা খুনে যুবলীগ নেতা ছেলেসহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাকে খুনের ঘটনায় জড়িত যুবলীগ কর্মী ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে খুন করে বাবা-ছেলে পালিয়ে কিশোরগঞ্জের ভৈরবে চলে যান। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার দুদিন পর হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছোরাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগেঞ্জের ভৈরবে এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

গ্রেফতার দুজন হলেন, জসিম উদ্দিন (৫০) ও তার ছেলে মোহাম্মদ রাহাত। তাদের বাসা নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায়। জসিম যুবলীগের রাজনীতিতে জড়িত।

গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়ার হাজী আশরাফ আলী মাদরাসা এলাকায় ছুরিকাঘাতে খুন হন মোহাম্মদ হোসেন মান্না (৫০)। তিনি মধ্যম সরাইপাড়ার দফাদার বাড়ির বাসিন্দা এবং পাহাড়তলী ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ হোসেন মান্না ও জসিম উদ্দিন পরস্পর বন্ধু। মনোমালিন্যের জেরে রোববার বেলা পৌনে দুইটার দিকে রাস্তায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যে জসিম মান্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত মান্নাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মান্নার স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এক নম্বর আসামি জসিম এবং তিন নম্বর আসামি তার ছেলে রাহাত।

বিজ্ঞাপন

উপ পুলিশ কমিশনার জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই জসিম ও তার ছেলে রাহাত পালিয়ে কিশোরগঞ্জে চলে যায়। ভৈরবে এক আত্মীয়ের বাসায় তারা আত্মগোপনে ছিল। সেখান থেকে দেশের বাইরে পালিয়ে যাবার পরিকল্পনা ছিল তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এসব তথ্য পেয়েছি। তাদের তথ্যে হত্যাকাণ্ড যেখানে হয়েছে, তার পাশেই ড্রেন থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।’

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি চট্টগ্রাম–১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপ-নির্বাচনে হাজীক্যাম্প ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন মোহাম্মদ হোসেন মান্না। কেন্দ্র কমিটির সদস্য ছিলেন জসিম উদ্দিন। কেন্দ্র খরচের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়েছিল, যা একপর্যায়ে ঝগড়া ও খুনে রূপ নেয়।

জানতে চাইলে উপ পুলিশ কমিশনার জসিম উদ্দিন বলেন, ‘কিশোরগঞ্জ থেকে আসামিদের নিয়ে আমাদের টিম রওনা দিয়েছে। থানায় পৌঁছানোর পর তাদের আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তখন কী কারণে বিরোধ এবং হত্যাকাণ্ড সেটি পরিস্কার হবে।’

সারাবাংলা/আরডি/এনইউ

আওয়ামী লীগ খুন গ্রেফতার নেতা যুবলীগ নেতা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর