টিপু-প্রীতি খুন: আসামি দামালের জামিন স্থগিত
১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৩
ঢাকা: আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় গ্রেফতার আরফান উল্লাহ দামালের জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে। ওই দিন আপিল বিভাগে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
দামালকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামির পক্ষে শুনানি করেন একরামুল হক টুটুল।
এর আগে গত ৫ জুন এ মামলায় ৩৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।
গত বছর ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয়দের আসামি করা হয়।
গত বছরের ১ এপ্রিল গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম জানান, টিপু হত্যার পরিকল্পনার একটি বৈঠক হয় কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালি সমাজ নামে একটি উন্নয়ন সংস্থার অফিসে। সেই গোপন বৈঠকে দামালসহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। দামালকে স্থানীয় এলাকার যুবলীগ নেতা বলে সবাই চেনে।
পরে দামালকে রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম বলেন, দামালের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকে দামাল কারাবন্দি আছেন।
এরপর অধঃস্তন আদালতে জামিন নামঞ্জুর হলে দামাল হাইকোর্টে আবেদন করে। গতকাল ১০ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন। এরপর সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
সারাবাংলা/কেআইএফ/এনইউ