শব্দযন্ত্রের ত্রুটিতে সংসদ অধিবেশন সাময়িক বন্ধ
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১১
ঢাকা: শব্দযন্ত্রের ত্রুটিজনিত কারণে জাতীয় সংসদ অধিবেশন সাময়িক বন্ধ রয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশন বিকেল ৪টা ৪৮ মিনিটে শুরু হয়। কিছুক্ষণ পরই বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ কোনো শব্দ শোনা যাচ্ছিল না। সে কারণে ইমারজেন্সি মাইক দিয়ে সংসদ অধিবেশন চলতে থাকে। কিন্তু তাতে কেউ শুনতে না পারায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পাঁচটা নাগাদ সংসদের অধিবেশন বন্ধ করেন। তাকে হ্যান্ডমাইক দিয়ে কথা বলতে দেখা যায়।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন কমিটির রিপোর্ট উপস্থাপন করছিলেন। তার বক্তব্য কেউ শুনতে না পাওয়ায় তিনি ইতস্তত বোধ করেন বক্তব্য দিতে। সে কারণে স্পিকার বলেন, ‘সাময়িকভাবে শব্দ শোনা যাচ্ছে না, কেউ কারও কথা শুনতে পাচ্ছেন না। বক্তব্য দিয়ে লাভ কী? বক্তব্য পরে দেবেন।’
মাইক্রোফোনের ত্রুটি সারানোর চেষ্টা চলছে উল্লেখ করে কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত করেন তিনি। পরে স্পিকার চলে যান। অন্য এমপি, মন্ত্রীরা কেউ কেউ লবিতে, কেউ নিজে আসনে বা অন্য আসনে গিয়ে গল্প করতে থাকেন।
পরে সংসদের কার্যক্রম সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়।
সারাবাংলা/একে