Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘেরে মাছ, পাড়ে বিষমুক্ত সবজি চাষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৪

খুলনা: ঘেরে মাছ ও পাড়ে বিষমুক্ত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন খুলনার রূপসা উপজেলার চাষিরা। ধান ও মাছের পাশাপাশি ঘেরে উৎপাদিত সবজি বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। মৌসুমী ধান ও মাছ চাষ করে একসময় যাদের পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটত, লাভজনক এ সবজি চাষে এখন তাদের মুখে হাসি ফুটেছে।

সরেজমিনে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘেড়ের পাড়ে লতাপাতার মধ্যে ঝুলছে লাউ, শসা, উচ্ছে, চিচিংগা, টমেটো, চালকুমড়া, মিষ্টি কুমড়া, এমনকি তরমুজও। সেই সঙ্গে ঘেরের বেড়ি (পাড়) ধরে বেয়ে চলেছে পুঁইশাকের ডগা। গাছ ভরে ধরেছে ঢেঁড়শ। ঘের অধ্যুষিত এলাকায় ঘেরের বেড়াতে বাঁশ-খুঁটি ও নেটের জাল দিয়ে মাচা বানিয়ে তাতে ফসল ফলিয়েছেন চাষিরা।

বিজ্ঞাপন

আইচগাতী ইউনিয়নের কৃষক আজমল শেখ বলেন, ‘বর্তমানে দেশ-বিদেশে সবজির ব্যাপক চাহিদা হওয়ায় গত কয়েক বছরে মাছের ঘেরের পাড়ে সবজি চাষ করা হচ্ছে। মাচা পদ্ধতিতে সবজি চাষে বদলে গেছে আমার মতো বহু কৃষকের ভাগ্য।’


উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের পাইকারি সবজি ব্যবসায়ী আলম শেখ বলেন, ‘আমি স্থানীয় সবজি চাষিদের কাছ থেকে পাইকারি দরে সবজি কিনে ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করি। এতে নিজেরও লাভ হচ্ছে এবং কৃষকদের উৎপাদিত সবজিও বিক্রি করে দিতে পারছি।’

ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান বলেন, ‘ইউনিয়নের বেশিরভাগ মানুষই ঘেরে মাছ ও ঘের পাড়ে সবজি চাষ করে। আর এসব ঘের পাড়ে সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে ভালো আছেন।’

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান বলেন, ‘গতবছরের তুলনায় এবছর উপজেলায় ঘেরের পাড়ে সবজির আবাদ বেশি হয়েছে। কৃষকেরা ফলনের দামও ভালো পেয়েছে। ঘের পাড়ে উৎপাদিত লাউ, উচ্ছে ও টমেটো ইতোমধ্যে উপজেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

চাষ বিষমুক্ত সবজি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর