Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাদ থেকে পা পিছলে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় স্বামীবাগে একটি বাড়ির ছাদে কবুতর দেখতে গিয়ে পা পিছলে নিচে পড়ে জিল্লুর রহমান জীবন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। দেখতে পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে চিকিৎসক রাত ৯টার দিকে জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. রতন মিয়া জানান, স্বামীবাগে নিজেদের বাড়িতেই থাকেন তারা। পুরান ঢাকার আলুবাজারে তার ভাইয়ের স্যানিটারীর ব্যবসা আছে। এছাড়া বাড়ির ছাদে বহুদিন ধরে কবুতর পালন করেন তিনি। তবে ছাদে কোনো রেলিং নেই। সন্ধ্যায় কবুতর দেখার জন্য ছাদে যান জীবন। সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সে মারা যান।

রতন আরো জানান, ২০ দিন আগে ছেলে সন্তানের বাবা হয়েছেন জীবন। তার স্ত্রী সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জে বাবার বাড়িতে আছেন। আজ শরীর খারাপ লাগায় ব্যবসা প্রতিষ্ঠানে যাননি, বাসাতেই ছিলেন জীবন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গেন্ডারিয়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

গেন্ডারিয়া যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর