Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে পতেঙ্গা থানার কাঠগড় এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা ওই স্কুল শিক্ষিকার নাম জয়া মজুমদার (২২)। তার স্বামীর নাম সুজিত মজুমদার। তিনি পতেঙ্গার একটি বেসরকারি শিশু একাডেমিতে শিক্ষকতা করতেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু তার আগেই ওই নারীর আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’

‘এরপর আমরা তার লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটা তদন্ত করে বলতে পারব। লাশের ময়নাতদন্ত মাত্র শেষ হয়েছে।’

সারাবাংলা/আইসি/একে

আত্মহত্যা চট্টগ্রাম স্কুল শিক্ষিকা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর