Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২য় দিনে কর্মবিরতিতে ময়মনসিংহ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পূর্বঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এ অবস্থায় মিড লেভেলের চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল সেবা কার্যক্রম। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তিন দিনের কর্মবিরতিতেও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। পুলিশের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় দোষী পুলিশ কর্মকর্তাদের স্থায়ী বরখাস্তের দাবিতে তারা বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে এই কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস বলেন, সংঘর্ষের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করতে হবে। এই দাবিতেই আমরা তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছি। শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘটনা তদন্তে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস বলেন, হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক আছেন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কোনো সমস্যা হচ্ছে না।

সারাবাংলা/টিআর

ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর