Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খোরশেদ আলী খিলগাঁও রেলগেট এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী টিপু সুলতান জানান, খিলগাঁও রেলগেট দিয়ে যাওয়ার সময় মানুষের একটি জটলা দেখে সেখানে এগিয়ে যান। সেখানে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে একটি সিএনজি অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

পথচারীরা জানান, ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে মৃতের স্ত্রী রাবেয়া বেগম জানান, তারা স্বামী-স্ত্রী খিলগাঁও রেলগেট এলাকায় ফুটপাতে থাকেন। তার স্বামী খোরশেদ আলী ভিক্ষাবৃত্তি করতেন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। সকালে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কমলাপুর গামী একটি ট্রেনের ধাক্কা লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলগাঁও থেকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা খোরশেদ আলী নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সারাবাংলা/এসএসআর/এনইউ

ট্রেন নিহত বৃদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর