টিএসসিতে গাছ ভেঙে রিকশাচালক নিহত, ঢাবি শিক্ষার্থীসহ আহত ২
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় একটি নারকেল গাছ ভেঙে পড়লে এক রিকশাচালক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন এক ঢাবি শিক্ষার্থীসহ দুজন।
দুর্ঘটনায় নিহত হয়েছেন রিকশাচালক শফিকুল ইসলাম (৩৫)। তার গ্রামের বাড়ি শেরপুর সদরের আমবাড়িয়া গ্রামে। ঢাকায় তিনি কোথায় থাকতেন, তা জানা যায়নি। আহত দুজনের মধ্যে ওয়াহিদা বিনতে রোকন (২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শামসুন্নাহার হলে থাকেন। আহত আরেকজন সাইফুল বারী প্রদীপ (৩০) খিলগাঁওয়ে কাপড়ের ব্যবসা করেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির শুরু হওয়ার পরপরই ঝড়ো বাতাসে টিএসসি চত্বরের উল্টো দিকে চায়ের দোকানসংলগ্ন জায়গায় গাছটি ভেঙে পড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় রিকশাচালক শফিকুল এবং বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পৌনে ৬টার দিকে রিকশাচালক শফিকুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাছ পড়লে তিনজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী ওয়াহিদা বলেন, চারুকলা থেকে রিকশা নিয়ে হলে ফিরছিলেন তিনি। রিকশাটি টিএসসি এলাকায় পৌঁছাতে পৌঁছাতেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় একটি গাছ ভেঙে কয়েকটি রিকশার ওপর পড়ে।
ওয়াহিদা বলেন, আমার পায়ে গাছের ডালের আঘাত লেগেছে। ওই গাছের নিচেই একজন রিকশাচালক চাপা পড়েছেন। অল্প-বিস্তর আহত হয়েছেন আরও কয়েজন।
আহত প্রদীপ বলেন, কাপড় কেনার জন্য রিকশায় করে পোস্তগোলার দিকে যাচ্ছিলাম। বৃষ্টি শুরু হলে টিএসসিতে রিকশা থেকে নেমে একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তখনই গাছটি ভেঙে পড়ে। ওই গাছের ডালের আঘাত লেগেছে।
এদিকে নিহত রিকশাচালকের ভাতিজা মো. রায়হানের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। রায়হান বলেন, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামে। শফিকুল ঢাকায় রিকশা চালান বলে তারা জানেন। তবে কোথায় থাকতেন তা জানা নেই তাদের।
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত রিকশাচালকের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সারাবাংলা/আরআইআআর/এসএসআর/টিআর