Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ড. ইউনূসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৪

ঢাকা: সরকার ড. মুহাম্মদ ইউনূসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

নব্বইয়ে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ‘নব্বইয়ের গণঅভ্যুত্থান ও কিছু কথা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এই আলোচনা সভা আয়োজন করা হয়। নব্বইয়ের ডাকসুর ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান ‍উল্লাহ আমানের লেখা এই গ্রস্থটি প্রকাশক শাহজী প্রকাশনী সংস্থা।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সরকার এমন এক সরকার যারা গুণি মানুষকে সম্মান করতে জানে না। ড. ইউনুস বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন উনার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে, তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে। একজন মন্ত্রী বলছেন যে, আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয়। আমেরিকার প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয় সেই কারণ ড. ইউনুসের না।’

‘ব্যক্তিগত প্রতিহিংসার কারণে, শত্রুতার কারণে আপনারা তাকে এভাবে মামলা-মোকাদ্দমায় নিয়ে এসে কারাগারে পাঠানোর চেষ্টা করছেন। আবার বলেকি যে, আমরা (বিএনপি) নাকি ড. ইউনুসের ওপর ভর করেছি। ড. ইউনূসের ওপর ভর করার আমাদের কোনো কারণ নাই। আমরা পুরোপুরিভাবে এ দেশের জনগণের ওপর ভর করেছি’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এদেশের জনগণ হচ্ছে সকল শক্তির উৎস, এদেশের জনগণই এ দেশের জনগণে সরকার তৈরি করবে এবং ভাগ্য পরিবর্তন করবে। সেই কারণে আমরা মানুষের কাছে গেছি। আপনারা কেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চান না। কারণ, আপনারা জানেন যে, ওইটা করলে আপনারা ১০টা আসনও পাবেন না।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘তাদের (সরকার) উদ্দেশ্যটা পরিস্কার। যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে যে, তুমি অনেক খারাপ কাজ করেছ তুমি সরে যাও… তাদের সকলকে কারাগারে ঢুকিয়ে দিতে চায়।’

তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে সেই সেল নির্দেশ দেওয়া হচ্ছে যে, অতি দ্রুত সেই সমস্ত মামলাগু্লোকে চিহ্নিত করবে যেগুলো তাদের ভাষায় চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলা… সেই সমস্ত মামলা অতি দ্রুত যেন রায় দেওয়া যায় তার ব্যবস্থা করবে। কিছুদিন আগে আইন মন্ত্রণালয় একই ধরনের পাস করেছে। এভাবে তারা গোটা দেশের আশা-আকাংখা-স্বপ্ন এটাকে ধবংস করে দেয়ার জন্যে পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে দায়িত্বটা এসে পড়েছে, যে দায়িত্বরা ৯০ সালে আমান উল্লাহ আমানরা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করে গণতান্ত্রিক অবস্থায় নিয়ে এসেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওদের সাথে সামনে থেকে লড়াই করে স্বৈরাচার মুক্ত করেছেন। আজকে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ স্বৈরাচারের বাবা, স্বৈরাচার থেকে আরও ১০ ডিগ্রি বেশি। এই ফ্যাসিবাদকে যদি দূর করতে হয় আজকে আপনাদেরকে তরুন যুবকদের বুকে অনেক সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।’

‘আমি আহ্বান জানাব, আজকে তুরণদেরকে, ছাত্রদেরকে, যুবকদেরকে যে সাহস বুকে নিয়ে আমাদের আমান উল্লাহ আমানরা বুকে সাহস নিয়ে রাস্তায় নেমেছিলেন দীর্ঘ সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত করেছিলেন সেই সাহস নিয়ে রাস্তায় নামতে হবে। মৃত্যুর পরোয়ান করলে চলবে না, জেলের পরোয়ান করলে চলবে না। আজকে আমাদের অবশ্যই এইভাবে শপথ নিয়ে ….. রাস্তায় নেমে পড়তে হবে। সবাই একবার অন্তত রাস্তায় নেমে পড়ুন দেখবেন ওরা পালাবার পথ পাবে না।’

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দারের সভাপতিত্বে ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় নব্বইয়ের ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সাবেক ছাত্র নেতা খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, খন্দকার লুতফুর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুর রহমান খান আসাদ ও কামরুজ্জামান রতন বক্তব্য রাখেন।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর