মাতামুহুরী নদীর ব্রিজের নিচ থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৭
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর ব্রিজের নিচ থেকে মোহাম্মদ মহসীন (৫০) নামে সাবেক এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। মোহাম্মদ মহসীন চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার খলিলুর রহমানের ছেলে।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে স্থানীয় লোকজন ব্রিজের নিচে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে সাবেক ওই সেনাসদস্যের মরদেহ উদ্ধার করে।
সুরতহালের সময় মরদেহের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ মহসীন দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৯০ সালে সেনা বাহিনীতে যোগ দেওয়া মহসীন অবসরে চলে যান ২০১১ সালের ২৪ জানুয়ারি।
সারাবাংলা/এনইউ