কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্কুলে চুরি
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৫
বাগেরহাট: বাগেরহাটের মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। গত ১ থেকে ২ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি ছিল। স্কুলটি বন্ধ থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মোংলা থানায় মামলা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউল করিম।
মামলার বরাত দিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বন্ধ থাকার সুযোগে একটি সংঘবদ্ধ চোরচক্র স্কুলের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় চোরেরা বিদ্যালয়ের দুটি কক্ষে থাকা আটটি সিলিং ফ্যান, অফিস কক্ষে থাকা একটি ল্যাপটপ, একটি সাউন্ড বক্স ও একটি পানির পাম্প নিয়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে এ রকম চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টি খুবই উদ্বেগজনক। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে রোববার রাতে আমরা মোংলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘তদন্ত চলছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে। একইসঙ্গে চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’
সারাবাংলা/একে