Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে দেশ এগিয়ে গেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪০

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌ব পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে দেশ সব দিক দিয়ে এগিয়ে গে‌ছে।

এসময় তিনি বলেন, তারাব পৌরসভাকে সারাদেশের ম‌ধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী‌সহ সবাইকে একসঙ্গে কাজ কর‌তে হ‌বে।

রোববার (৩ সে‌প্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌ব পৌরসভা কার্যাল‌য়ের অডিটো‌রিয়া‌মে এক সাধারণ সভায় তি‌নি এসব কথা ব‌লেন। তারা‌ব পৌর প‌রিষ‌দের মা‌সিক এ সাধারণ সভায় সভাপ‌তিত্ব করেন মেয়র।

তারা‌ব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌মের সঞ্চালনায় সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া,  র‌ফিকুল ইসলাম ম‌নির, বিএম আতিক, জসিম উদ্দিন, মোহাম্মদ হা‌মিদুল্লাহ, সংর‌ক্ষিত নারী কাউন্সিলর লায়লা পারভীন, কাউন্সিলর জোসন‌া বেগম ও কাউন্সিলর মাহফুজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ তারাব পৌরসভা মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর