Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে: পার্বত্য সচিব

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৪

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান বলেছেন, ‘পার্বত্য জেলা বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও বিভিন্ন অবকাঠামো দ্রুত সময়ে সংস্কার করা হবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হতে হবে।’

পার্বত্য অঞ্চলের বন্যায় ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য রোববার (৩ সেপ্টেম্বর) বান্দরবানে সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন পার্বত্য সচিব মো. মশিউর রহমান। এদিন বান্দরবান জেলা সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ পাহাড়ি সড়কগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন সচিব। একসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত সংস্কার খরচ কত হতে পারে তা নির্ধারণ করে পার্বত্য মন্ত্রণালয়ে ব্যয় প্রাক্কলন পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পার্বত্য সচিব।

বিজ্ঞাপন

প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে পার্বত্য সচিব মো. মশিউর রহমান বলেন, ‘দুর্যোগ যেকোনো সময়ই আসতে পারে, তাই সাধারণ জনগণকে সচেতন হতে হবে। বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন অবকাঠামোসহ সড়ক নির্মাণে উঁচু স্থানকে প্রাধান্য দিয়ে আগামীতে পার্বত্য এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে, যাতে বন্যা বা বড় দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।’

সফরের প্রথমদিনে বান্দরবানের রোয়াংছড়ি-রুমা ও থানচি উপজেলা সড়কের ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শনসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও বিভিন্ন দফতরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

পার্বত্য অঞ্চলে পানি সংকট নিরসন প্রসঙ্গে সচিব বলেন, ‘পার্বত্য অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বিজ্ঞানসম্মত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পার্বত্য অঞ্চলে উন্নত মানের তুলা, ইক্ষু, কাজুবাদাম, বিভিন্ন মৌসুমী ফল ফলদ উৎপাদনকারী কৃষকদের মোটিভেশন করাসহ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পার্বত্য সচিব। তিনি বান্দরবান থানচি রোডে কৃষকদের উৎপাদিত ইক্ষু বাগান, তুলা বাগান, মিশ্র ফল বাগান পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে কথা বলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো.জসিম উদ্দিন, সদস্য মো. হারুন-অর-রশীদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

পার্বত্য মন্ত্রণালয় পার্বত্য সচিব বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর