Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষ দিয়ে মাছ শিকার ঠেকাতে সুন্দরবনে শুরু হচ্ছে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৯

বাগেরহাট: সুন্দরবন দস্যুমুক্ত করা হয়েছে, এবার বিষ দিয়ে মাছ শিকারিদের দমন করার ঘোষণা দিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী। শিগগিরই এ বিষয়ে অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে মোংলা থানায় সকাল সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সুন্দরবনের উপর নির্ভরশীলদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে জয়দেব চৌধুরী বলেন, ‘অচিরেই বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করবে।’

বনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সুন্দরবন দিয়ে আপনারাই জীবীকা নির্বাহ করে থাকেন। তাই সুন্দরবন আপনাদেরই রক্ষা করতে হবে। আপনারাই পারেন, যারা সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করে তাদের প্রতিহত করতে। বিষ ব্যবসায়িদের আইনের আওতায় আনা হবে।’

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাটের পুলিশ সুপার মো. কে এম আরিফুল হক, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাশ, সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ,রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলমসহ অনেকে।

সারাবাংলা/এমও

অভিযান মাছ শিকার সুন্দরবন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর