সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী
১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৫
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রসমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রসমাবেশ মঞ্চে উপস্থিত হন তিনি।
রাজধানী ঢাকায় কয়েক লাখ শিক্ষার্থীর জনসমাগমের লক্ষ্য নিয়ে স্মরণকালের বিশাল ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শোকের অগাস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই ছাত্র সমাবেশ হচ্ছে।
সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। সামনে অতিথিদের জন্য বসার জন্য পৃথক সারি করা হয়েছে। এরপর খোলা মাঠে বাঁশের বেড়া দিয়ে স্থান ভাগ করে দেওয়া হয়েছে সংগঠনের বিভিন্ন ইউনিটের জন্য।
মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সংগঠনের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন।
মঞ্চের সামনে প্রায় দেড় হাজার চেয়ারে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক নেতাসহ আমন্ত্রিত অতিথিরা আসন নিয়েছেন। মঞ্চের সামনে অতিথির আসনে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত হয়েছেন। সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সমাবেশ উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে ২৯৮ সদস্যবিশিষ্ট ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছরই ছাত্রলীগ ৩১ আগস্ট এই প্রোগ্রাম করে থাকে। কিন্তু এবার এইএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয় মাথায় রেখে সমাবেশটি একদিন পিছিয়ে করছে বাংলাদেশ ছাত্রলীগ।
সারাবাংলা/এনআর/এমও