Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৩ ১৮:৪৭

খুলনা: জেলার ডুমুরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বপন দাস (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চুকনগর শাহাপুর সড়কের মধুগ্রাম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন দাস সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার তৈলকুপি গ্রামের কালীপদ দাসের ছেলে।

আহতরা হলেন— সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার মিঠাবাড়ি গ্রামের মুজিবুর সরদারের ছেলে মো. হাবিবুর রহমান (৪৫) ও তৈলকুপি গ্রামের মৃত আনার মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক খোকা (৬২)।

রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সানোয়ার হোসেন মাসুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুকনগর হতে ছেড়ে আসা দৌলতপুরগামী ট্রাক মধুগ্রাম মাদরাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে স্বপন দাস ঘটনাস্থলে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা অপর দুইজন আরোহী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন। লাশ সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি রঘুনাথপুর তদন্ত কেন্দ্রে পুলিশের হেফাজত আছে।

সারাবাংলা/আরআইটি/এনএস

খুলনা ডুমুরিয়া উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর